ফুলবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন গোস্বামী ও অফিস সহকারী যুক্ত কম্পিউটার অপারেটর মেজবাউল রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদে ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ, সফল আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন উদ্যোক্তা কংকনা রায় ও উদ্যোক্তা মো. শামীম হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন পলাশ দাস বাপ্পী, সোহেল রানা, মর্তুজান নাহার মিতু প্রমুখ।শেষে আনুষ্ঠানিকভাবে যুবদের মাঝে ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের ভাতা প্রদানসহ সকলের মাঝে বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হয়।