বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। যা আগামী ২৪ আগষ্ট পর্যন্ত চলবে।
মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার সকালে এই মৎস সপ্তাহ উদযাপন করা হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রসাশন ও মৎস অধিদপ্তরের অয়োজনে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যলী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলার চার জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Share This