রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে শিবিরের সাবেক দায়িত্বশীল ও জামায়াতের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় পৌর এলাকার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কর্মপরিষদ সদস্য দারাজ উদ্দিন মন্ডল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ঘোষিত দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, অবিভক্ত দিনাজপুর (বর্তমান দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুলতানুল আলম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সংস্কৃতি, ছাত্র আন্দোলন ও দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক শাহীরাজ আলম, জেলা ছাত্রশিবিরের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
সরকার পতনের পর এটিই জামায়াতের প্রকাশ্যে প্রথম ঈদ পুনর্মিলনী। জামায়াতের অবস্থান, কর্ম পরিকল্পনা, দক্ষ জনশক্তি তৈরি, দাওয়াতি অভিযানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে শতাধিক সাবেক ও বর্তমান নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Share This