শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখা।
আজ শুক্রবার বিকেল ৪টায় পৌর শহরের সুজাপুরে নর্থপয়েন্ট আইডিয়াল স্কুল প্রাঙ্গনে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় প্লাস প্রাপ্ত অর্ধশত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তানভির হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুব উল হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি মো. সাজিদুর রহমান, জেলা দক্ষিণ শাখার শিক্ষা সম্পাদক উমর হান্নান।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ প্লাস প্রাপ্ত অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে তাদেরকে ফুলেল শুভেচ্ছা, উপহার বিতরণ ও মিষ্টিমুখ করানো হয়।

Share This