সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সাংবাদিকদের সাথে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা সেবার প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিষ্ঠিত পিওর হেলথ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সাথে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পৌর এলাকার ঢাকা মোড়ে ডায়াগনস্টিক সেন্টারের ওয়েটিং স্পেসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হোসাইন তুহিন এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহরিয়ার সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. দারাজ উদ্দিন মন্ডল। এতে বক্তব্য রাখেন, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. সোহাগ ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু শহীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সিনিয়র সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন,সাংবাদিক আজগর আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা চিকিৎসা সেবায় পিওর হেলথ ডায়াগনস্টিক সেন্টারের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন। চিকিৎসা সেবায় যেন ব্যবসায়িক উদ্দেশ্য প্রাধান্য না পায় সেই আহ্বান জানানো হয়। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা সমাজের গরিব অসহায় মানুষদের স্বল্প মূল্যে কাঙ্খিত চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share This