মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ঢাক-ঢোল বাজিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন ও হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ব্যান্ডপাট্রি বাজনার তালে তালে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট যমুনা ব্রিজের পশ্চিম পার্শ্বে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে সন্ধা ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান (জামান)। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলীর সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নজমুল হক (নাজিম), উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু, আইনুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার এবং সদস্য সচিব মাহাবুর আলম (মিলন) প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান (নবাব), উপজেলা কৃষক দলের সভাপতি মনসুর মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান (চঞ্চল), সাজেদুর রহমান (সাজু), হুমায়ুন কবির (কনক), দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজহারুল হোসেন সাজু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন (লিটন)সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দলটির আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।
উল্লেখ্য প্রতিষ্ঠা বার্ষিকি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগদেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মিরা শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগ দেন।

Share This