ফুলবাড়ীতে তিনটি সরকারী প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
কর্মকর্তাদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চত করণ, সময়মত সেবা প্রদানসহ কর্মকর্তাদের জবাবদিহিতার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে তিনটি সরকারী প্রতিষ্ঠানে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন চালু করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে উপজেলা পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এবং পৌরসভায় এই বায়োমেট্রিক হাজিরা মেশিন চালু করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর উদ্যোগে এসব মেশিন স্থাপন করা হয়। আজ রোববার সকালে ওইসব প্রতিষ্ঠানে হাজিরা মেশিনে আঙ্গুলের ছাপ প্রদর্শন করে কর্মস্থলে যোগদান করতে দেখা গেছে। এতে সেবাগ্রহীতাসহ সচেতন নাগরিকগণ সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ ক্রমে তিনটি প্রতিষ্ঠানে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন চালু করা হয়েছে। এতে কর্মকর্তাদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চত করণ, সময়মত সেবা প্রদানসহ কর্মকর্তাদের জবাবদিহিতা থাকবে। প্রতি মাসে মাসিক উপস্থিতি রিপোর্ট দেখে হাজিরা যাচাই করে যেসব কর্মকর্তা গাফিলাতি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।