বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে দিনব্যাপি আন্তঃবিদ্যালয় মেধা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে সুজাপুর শিক্ষার্থী কার্যনির্বাহী সংসদের উদ্যোগে দিন ব্যাপি কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পৌর এলাকার ৬টি বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের হলরুমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্বনামধন্য ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘সুজাপুর শিক্ষার্থী কার্যনির্বাহী সংসদ’ এর সভাপতি রাহাত চৌধুরীর সভাপতিত্বে ও আসিফ জুনায়েদ আলিফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী বাবুল। এছাড়াও অন্যান্য সহকারি শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইভেন্টে মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এর আগে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয় ছাড়াও ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা ইন্সটিটিউট, নর্থপয়েন্ট আইডিয়াল স্কুল ও চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Share This