ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ধান বোঝাই ট্রাকের সাথে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হক (৪৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই ট্রাকের চালক রিপন ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
নিহত নাজমুল হক টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে। সে ট্রাকের হেল্পার (সহযোগী) হিসেবে কাজ করত। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২২২৭ ), উপজেলার অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে এলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই (ঢাকা মেট্রো ট-১৫-৯১১৯) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটো ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের হেলপার নাজমুল হক (৪৫) মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ওই ট্রাকের চালক রিপন (৪৫) গুরুতর আহত হয়। এসময় ইট বোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ট্রাক চালককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে। এ ঘটনায় থানায় একটি সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক দুটো পুলিশ হেফাজতে রয়েছে।