ফুলবাড়ীতে দেড়শ বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের প্রায় দেড়শ বছরের পুরোনো কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানা পাড়া), ষ্টেশন পাড়া ও এস্তাবনগরের শতাধিক নারী পুরুষ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়াকের ফুলবাড়ীস্থ ঢাকা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহসভাপতি হানিফ মন্ডল, সহসভাপতি মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আজহার আলী ও মোমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এলাকার বিভন্ন বয়সী নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, কবরস্থানটি প্রায় দেড় শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয় এবং এটি এলাকার একমাত্র মুসলিম কবরস্থান হিসেবে পরিচিত। সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একাংশ দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
তারা বলেন, “এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। আমরা কোনোভাবেই এর এক ইঞ্চি জায়গাও দখল হতে দেব না।” মানববন্ধনে বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে যুব সমাজ, নারী ও শিশুরাও অংশ নেয়।
এ সময় বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণ ও সরকারি খতিয়ানভুক্ত করার দাবি জানান। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।