বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে নবাগত এইচএসসি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় কলেজের অডিটরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মমিনুল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুল ইসলাম সাদেক, হিসাব বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক মো. মঞ্জিল মোরশেদ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আজিজুর রহমান সাজু, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ সুলতান আলম, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের রহমানী, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক চন্দনা রানী মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলসহ খাতা ও কলম উপহার দিয়ে বরণ করা হয়।

Share This