নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুতের আবাসিক, অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিরোধের আহ্বান জানিয়ে আজ মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা আঞ্চলিক মহসড়কের ফুলবাড়ীস্থ শহরের নিমতলা মোড়ে মানববন্ধন করা হয়েছে। ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধে সোচ্চার হয়েছে স্থানীয় জনগণ।
ঘন্টা ব্যাপী মানবন্ধনে বক্তারা জানান, ফুলবাড়ী এমনিতেই অনুন্নত এলাকা। এ অবস্থায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। কারণ প্রতি রিচার্জে হাজারে ২৪০ টাকা, মিটার ভাড়া ৪০ টাকাসহ ডিমান্ড ও সারচার্জ কাটা হবে। বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকের বিদ্যুৎ বিল কখনই বকেয়া থাকে না, বকেয়া থাকে সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানগুলোর। বক্তারা প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প থেকে ফুলবাড়ীকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। একই সাথে তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তারা মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছেন এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়েছেন। এ কারণে বিগত সরকারের পাস করা সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন সিপিবি ফুলবাড়ী শাখার সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, ফারুক হোসেন, জাকির আহম্মেদ, ফয়সার হোসেন, সুরুজ আলী ও মুরশুদ রানা প্রমুখ।