ফুলবাড়ীতে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ও ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষে সদস্য ফরম বিতরণ শুরু করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের রাবেয়া কমিউনিটি সেন্টারে সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাষ্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ চৌধুরী (খোকন), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম। এ উপস্থিত ছিলেন । সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
সভায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে দলকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সদস্য নবায়ন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।