ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক সাড়ে ৯কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে আটক মালিকানাহীন সাড়ে ৯কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার (৯ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ২৯ বিজিবির হেড কোয়ার্টারের প্রশিক্ষণ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্র জানায়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলে সরকার প্রধান প্রদত্ত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) গত ১ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২০জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৬২ লক্ষ ৪৭ হাজার ২৮০টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৬ হাজার ৭৯৩ বোতল ফেন্সিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২ পিস ইয়াবা, ২৬.৪ কেজি গাঁজা, ৩১ হাজার ৪৭৪ বোতল বিদেশী মদ, ৪২ হাজার ৩৩০ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন, ৩৬ হাজার ৯১৮ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৩.০৭ কেজি কোকেন, ৩ হাজার ৭৩৬.৫ লিটার দেশী মদ, ৬৬ হাজার ৭৩৮ বোতল যৌন উত্তেজন সিরাপ, ৮৩ হাজার ৩৭০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ হাজার ৯৭ বোতল বাংলাদেশী হোমিও প্যাথিক সিরাপ এবং ৩ বোতল নেশা জাতীয় দ্রব্য হাইপ্লাস ইত্যাদি।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি)। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক (পিএসসি), জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ (পিএসসি,এলএসসি), দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম (পিএসসি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, মাদক দ্রব্য অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক নজিউর উল্লাহ ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুলসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।