
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ন বিএনপি এবং বিএনপি নেতা মেজবাহুল ইসলামের যৌথ উদ্যোগে উপজেলার দামার মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বেতদিঘী মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হোসেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক সামিউল আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা প্রমুখ।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার সর্বস্তরের মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে সম্মিলিত মোনাজাতে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার কামরুজ্জামানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।