ফুলবাড়ীতে মা মেয়ের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে এক মা ও তার শিশু কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী মহরম আলীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে তাদের বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য
মহরম আলীকে আটক করে। মেয়ের পরিবারে দাবী এটি পরিকল্পিত হত্যা।
নিহতরা হলেন, লাকি বেগম (২৬) ওই গ্রামের মহরম আলীর স্ত্রী এবং পাশের উপজেলা পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের চকযামেনী কাজীপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে। নিহত শিশু মরিয়ম (৬) মহরমের একমাত্র কন্যা সন্তান।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামের আনছার আলীর ছেলে মহরম আলী (৪৫) এর প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে ৭ বছর পূর্বে লাকি বেগমকে বিয়ে করে। এই সংসারে জন্য নেয় এক সন্তান নাম তার মরিয়ম। বিয়ের কিছুদিন পর থেকে লাকির স্বামী মহরম তাকে পরোকিয়া সন্দেহ করত। এ নিয়ে তাদের পারিবারিক কোলহ চলছিল। ঘটনারদিন মঙ্গলবার সকালে স্বামী মহরম আলী প্রথম স্ত্রীর মেয়েকে ঈদের সেমাইচিনি দিতে যায়। বাড়ী ফিরে জানতে পারে লাকি বেগম ও তার মেয়ে মরিয়ম মারা গেছে। তবে এলাকা গুঞ্জন রয়েছে লাকি বেগমের পরকিয়ার বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে একটি গ্রাম্য শালিশ বসার কথা এই লজ্জায় লাকি বেগম তার একমাত্র মেয়েকে নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জিঙ্গাসাবাদের জন্য তার মহরমকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে মৃত লাকি বেগমের মা মঞ্জিলা বেগম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামাই মহরম ফোন করে অকথ্য ভাষায় গালী গালাজ করে বলে আজ তোর বেটিক মারতে মারতে মারি ফেলাম। ওই সময় পাশ থেকে মেয়ে লাকি বলে মা আমার চুলের মুঠি ধরে মারডাং করছে। তখন মেয়েকে বলি যা কিছু হোক বাড়ী থেকে কোথাও যাবিনা। ইফতারের পর তোর ভাই তোদের ওখানে যাবে। তার কিছুক্ষণপর খবর আসে লাকি বেগম গলায় দড়ি দিয়ে মারা গেছে। মঞ্জিলা বেগমের দাবি তার জামাই তার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ীর বারান্দায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখি। উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জিঙ্গাসাবাদের জন্য স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।