নিজস্ব প্রতিবেদক
“কিস্তি ক্রেতা সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ওয়াল্টনের পক্ষ থেকে মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় পৌর শহরের ওয়াল্টন প্লাজায় তিন জন মৃত ক্রেতার পরিবারকে ক্রয়কৃত পণ্যের কিস্তি মকুফসহ ৫০ হাজার টাকা করে প্রতিটি পরিবারকে সুরক্ষা সহায়তার অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ওয়াল্টন প্লাজা ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর শাখা ব্যাবস্থাপক হাসান আলী, দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ডিফেন্স, মার্কেট মালিক আফতাব হোসেনসহ ফুলবাড়ী ওয়াল্টন প্লাজার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, কিস্তিতে ওয়াল্টন পণ্য কিনলে ওই ক্রেতাদের জন্য একটি করে সুরক্ষা কার্ড দেয়া হয়। কিস্তি প্ররিশোধের আগে যদি কোন গ্রাহক মৃত্যু বরণ করে তবে তাদের পরিবারকে ওয়াল্টনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানসহ কিস্তি মওকুফ করা হয়। এই সুরক্ষা সহায়তার অংশ হিসেবে ফুলবাড়ী,পার্বতিপুর ও নবাবগঞ্জ উপজেলার তিন জন মৃত গ্রাহকের পরিবারকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা অর্থিক সহায়তা প্রদান করা হলো। ইতিপূর্বেও দেয়া হয়েছে, এই আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।