বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে রিয়াদ হোসেন (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকা থেকে তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে খবর পেয়ে পুলিশ সেখানে তার মরদেহ সুরতহাল করে। রিয়াদ হোসেন, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বরাইহাট এলাকার আবু রায়হান এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ১১ টারদিকে নিজের শয়ন কক্ষের দরজা বন্ধ করে ঘরের বর্গার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয় রিয়াদ হোসেন। তার মা দরজা বন্ধ দেখে সন্দেহ হলে জানালা দিয়ে দেখতে পায় যে, তার ছেলে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। এসময় চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে দ্রুত ফাঁস থেকে নামিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াদ হোসেন গত ছয় মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতিপূর্বে রিয়াদ হোসেন আরো দুইবার বিষ খেয়ে ও একবার গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো। আগে থেকেই তার আত্মহত্যার প্রবণতা রয়েছে। পরিবার থেকে জানা যায় যে, রিয়াদ হোসেনের মাথায় সমস্যা আছে। তাদের ধারণা মাথার সমস্যার কারণেই মৃত্যুর ঘটনা ঘটতে পারে ।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে পরিবারের লোকজন ওই যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে এসেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এ বিষয়ে এখনো কোন সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি পর্যবেক্ষণ করে সুরতহাল করছে। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ হস্তান্তর এবং ময়না তদন্তের বিষয়টি এখনো বলা যাচ্ছেনা, পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

Share This