ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ীতে উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি লন্ডন প্রবাসী একেএম কামরুজ্জামানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় পৌর শহরের শাহ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোক্তারুল ইসলাম মেমোরি, উপজেলা বিএনপির সদস্য গোলাফফর হোসেন প্রমুখ।
এতে সাংবাদিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন ওয়াহিদুল ইসলাম ডিফেন্স (দৈনিক আমাদের সময়), আফজাল হোসেন (দৈনিক ভোরের আকাশ), রজব আলী (দৈনিক যায়যায়দিন), আবু শহীদ (দৈনিক ইনকিলাব), তাজমিলুর রহমান নয়ন (ফুলবাড়ী বার্তা), মেহেদি হাসান উজ্জ্বল (দৈনিক আজকের পত্রিকা), ফিজারুল ইসলাম ভুট্টু (মাইটিভি), মোকাররম হোসেন (দৈনিক খোলা কাগজ) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি লন্ডন প্রবাসী একেএম কামরুজ্জামান বিএনপির স্বচ্ছ রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেন। রাষ্ট্র গঠনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, আজকের প্রেস ইন্সটিটিউট, সাংবাদিক ক্লাব জিয়াউর রহমানের অবদান।
এক প্রশ্নের জবাবে বলেন, ফুলবাড়ীতে বিএনপি বা এর অঙ্গসহযোগি সংগঠনের কেউ যদি কোন অপরাধ করে তবে প্রমাণসহ আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তিনি যোগ করেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের কর্মী। আপনার সমাজের দর্পণ। এই কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার দলের কারও দ্বারা আক্রান্ত হন, তারেক রহমানের নির্দেশনা হচ্ছে পুলিশে অভিযোগ দিবেন। পুলিশ যদি কোন ব্যবস্থা না নেয় তবে আমাকে জানাবেন, আমি কথা বলব।
এসময় পলাতক হাসিনা সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দেশ গঠনে তারেন রহমানের ৩১দফা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।