রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ১১ মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক কারবারি আলাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলাল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন এর আদর্শ কলেজ পাড়া থেকে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

আলাল হোসেন পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত মোতাহার হোসেন এর ছেলে। ইতোপুর্বে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ১০টি মাদক মামলা রয়েছে। আজ শনিবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন এর আদর্শ কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ আলাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেরটের আনুমানিক মুল্য ৭ হাজার ৫শ টাকা। রাতেই তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, দির্ঘদিন ধরে মাদক কেনা-বেচা করে আসছে। ইতোপুর্বেও তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ১০টি মাদক মামলা রয়েছে।

Share This