নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ১৬দলকে নিয়ে “ফুলবাড়ী চ্যালেঞ্জ ফুটবল টুর্ণামেন্ট” উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) বিকেল ৪টায় ফুলবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে পৌর শহরের সরকারী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এই টুর্ণামেন্ট উদ্বোধন করেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব প্রফেসর মো. নওশের ওয়ান।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর আদিবাসী ফুটবল ক্লাব বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি। ক্রীড়া শিক্ষক হারুন উর-রশিদ এর সঞ্চালনায় ও সাক্ষী দাসের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা হাবীবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পৌর যুবদেল সদস্য সচিব মানিক মন্ডল, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা’র সম্পাদক ও প্রকাশক তাজমিলুর রহমান নয়ন, সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় দিনাজপুর আদিবাসী ফুটবল ক্লাব ও সৈয়দপুর ফুটবল একাডেমি অংশগ্রহন করে। সৈয়দপুর ফুটবল একাডেমি ১-০গোলে দিনাজপুর আদিবাসী ফুটবল ক্লাবকে পরাজিত করে।