নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৫ বছর পর দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টায় ফুলবাড়ী পৌর বাজারের এনএন সুপার মার্কেটে থানা ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তফশিল ঘোষণা করা হয়। এর আগে ২০০৮ সালে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমিতির কার্যকরী কমিটির ১২টি পদে দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ কমিটির আহবায়ক আলহাজ¦ শেখ সাবীর আলী।
ঘোষিত তফশিলে জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২৯ জুন। আপত্তি দাখিল ও আপত্তি শুনানি ১লা জুলাই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩ জুলাই । মনোনয়নপত্র বিতরণ ৪ জুলাই । মনোনয়নপত্র জমাদান ৬ জুলাই । মনোনয়নপত্র যাচাই বাছাই ৭ জুলাই । খসড়া মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ৯ জুলাই । মনোনয়নপত্র প্রত্যাহার ১০ জুলাই । প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ১১ জুলাই । প্রতীক বরাদ্দ ১২ জুলাই । ২০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় ফুলকুঁড়ি বিদ্যানিকেতন স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত কমিটি দুই বছর কমিটির পরিচালনার দায়ীত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন উপ-কমিটির সদস্য সহকারী অধ্যাপক জার্জিস আহম্মেদ ও সদস্য সহকারী অধ্যাপক খুরশীদ আলম নাদিম। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দ, সুধিজন ও সাংবাদিকগণ।