ফুলবাড়ী পৌর বিএনপি’র সাবেক সা. সম্পাদক দুলালের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী দুলাল (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। আজ বুধবার ভোর ৪টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনিসহ নানাবিধ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে-জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ আছর জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে সম্মিলিত থানাপাড়া বুড়াপুকুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান (জামান), সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনছুর আলী সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম, পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য প্রার্থী এজেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক মো.আমিনুল হক সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মানিক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ডিফেন্সসহ ফুলবাড়ীর বিভিন্ন রাজনৈতিকমহল, সুধিজন, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন।
