বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০টায় পৃথকভাবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক মো. সাইফুদ্দীন এমরান এর সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক এম. জি. এম. আল ফারুক, বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহায়মেনুল আরেফিন, রসায়ন বিভাগের প্রভাষক মো. মনির উজ জামান মুন, দর্শন বিভাগের প্রভাষক নুরনবী ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোছাদ্দেকুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আফরুজুল হায়া, ইতিহাস বিভাগের প্রভাষক মো. সারোয়ার হোসেন সবুজসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কলেজ অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর নবাগত শিক্ষার্থীদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল তুলে দেন। পরে তাদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Share This