শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী সরকারি কলেজ শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও বিভিন্ন অফিসে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল থেকে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন করে কর্মবিরতিতে অংশ নেন।
কর্মবিরতির সময় কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর, উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়া আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক মো. মনির উজ জামান মুন, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোছাদ্দেকুর রহমান, ইতিহাস বিভাগের প্রভাষক মো. সারোয়ার হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “সোমবার (১৩ অক্টোবর) ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুর করে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সারাদেশের সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।”

Share This