শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের চোট পেলেন নেইমার

অনলাইন ডেস্ক

আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। তার বাঁ ঊরুর পুরোনো চোটটি ফিরে এসেছে। তাই ফের মাঠের বাইরে ছিটকে পড়ার যন্ত্রণায় নেইমার চোখের পানি আটকাতে পারেননি।

সৌদির আল হিলাল ছেড়ে এ মৌসুমে সান্তোসে ফেরার পরও চোট নেইমারের পিছু ছাড়ছে না। সাও পাওলো রাজ্যের শীর্ষ লিগ ক্যাম্পেওনাতো পলিস্তায় গত মাসের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে বাঁ ঊরুতে চোট পেয়ে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার।

এরপর গত রবিবার ব্রাজিলের শীর্ষ লিগ সিরি আতে ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে ফেরেন বদলি হিসেবে। এরপর আজ এই লিগেই অ্যাথলেটিক মিনেইরোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলে জয়ের ম্যাচে নেইমার সেই বাঁ ঊরুতেই চোট পেলেন আবারও।

অথচ এ ম্যাচটি তার জন্য ছিল বিশেষ উপলক্ষ। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় এটা ছিল তার শততম ম্যাচ। সে জন্য ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিলেন। দুই পায়েই ইনজুরি টেপ প্যাঁচানো। তবে টিকতে পেরেছেন ৩৪ মিনিট পর্যন্ত।

ম্যাচের ২৭ মিনিটের মধ্যে সান্তোস ২-০ গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বেঞ্চের দিকে বদলির ইশারা করেন নেইমার। বাঁ ঊরুটা ধরে মাঠেই বসে পড়েন, তখন তার চোখেমুখে ব্যথাটা স্পষ্ট ছিল। ক্লাবের স্টাফদের সহায়তায় কার্টে উঠে মাঠ ছাড়েন নেইমার। এ সময় সান্তোস থেকে আতলেতিকোর খেলোয়াড়েরাও নেইমারকে সান্ত্বনা দেন। বেঞ্চে গিয়ে পায়ে আইসপ্যাক দেন ব্রাজিল তারকা।

Share This

COMMENTS