সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সুইহারী মির্জাপুরস্থ এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয়ের হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে এবং আনন্দমুখর পরিবেশে দিনাজপুর জেলার ফাউন্ডেশনের সহযোগি সংস্থাসমূহের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দিবস পালিত হয়েছে। আজ সোমবার দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউপিকে’র নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন। প্রধান অতিথি হিসেবে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাস সংগঠনের নির্বাহী পরিচালক সুফিয়া নাহার মঞ্জু ও গ্রাম উন্নয়ন প্রচেস্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার মো. সাজিদ, বিবিডিএস’র নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমান, অন্বেষন সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার, ব্রান্ড-দিনাজপুর এর নির্বাহী পরিচালক রুনা লায়লা, কাম টু ওয়ার্কে’র পক্ষে কামরুল হাসান ও স্বকল্প সোসাইটি ফুলবাড়ী উপজেলার নির্বাহী পরিচালক মো. আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সহযোগি সংস্থা হিসেবে আপনারা যে কাজ করে যাচ্ছেন তাতে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান ও আর্থ-সামাজিক উন্নয়নসহ দারিদ্র বিমোচন হচ্ছে। সভাপতির বক্তব্যে এসইউপিকে’র নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন বলেন, আমরা স্বচ্ছতা-জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় গাভী- ছাগল পালন, স্বাস্থ্যসম্মত লেট্রিন, দারিদ্র বিমোচনের জন্য ভ্যানগাড়ি প্রদানসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপকরণ বিতরণ করে তাদের স্বনির্ভর করে গড়ে তুলাই বাংলাদেশ সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে সহযোগি সংগঠন হিসেবে মমতা পল্লী উন্নয়ন সংস্থা, সমাজ উন্নয়ন কেন্দ্র (এসইউপিকে), বিবিডিএস, কাম টু ওয়ার্ক, গ্রাম উন্নয়ন প্রচেস্টা, অন্বেষন, নীড়, চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা, সেফ বাংলদেশ, বিভাস, স্বকল্প সোসাইটি ও ব্রান্ড দিনাজপুর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিভাস সংস্থার রুখসানা খাতুন। সভার শুরুতে প্রবীন এনজিও ব্যক্তিত্ব এবং চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ফাউন্ডেশনের অন্যতম সহযোগী সদস্য মো. এমদাদুল হক এর মৃত্যুতে এবং তার রুহের মাগফেরাত কামনায় সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করে।

Share This