বিরল প্রতিনিধি
ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাংচুরের প্রতিবাদে ও ভারতীয় নগ্ন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। আজ বুধবার বেলা ১১টায় বিরল পৌর শহরের তিন শহীদ চত্বর (বকুলতলা মোড়) থেকে উপজেলার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ছাত্র প্রতিনিধি হিসেবে রেজওয়ান পারভেজ, হারুন অর রশিদ, আরিফ হোসেন, মেহেদি হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।