দেশ আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তিনজন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে রাজ্য সরকার।
পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে স্বাক্ষরিত একটি সাসপেনশন অর্ডারে বলা হয়, কর্তব্যে গাফিলতির কারণে তাদের ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যে তিনজন পুলিশের কথা বলা হয়েছে, তারা হলেন দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেন।
কেন্দ্রীয় সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৬৫ অনুযায়ী তাদের আজ সোমবার বিকেল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
যেহেতু পুরো ঘটনাটি এখনো তদন্তাধীন, তাই সাসপেনশনের সময়ে ওই পুলিশ সদস্যরা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।