শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, চার ট্রাকচালক আটক

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী (২০) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ট্রাকচালককে আটক করেছে নিরাপত্তা প্রহরীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আজ বুধবার ভোরে বন্দরের প্রথম গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল। তারা বগুড়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে চারজন মিলে ওই নারীকে বন্দরের প্রথম গেইট এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রাত ৩টার দিকে নিরাপত্তা প্রহরীরা বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে এবং তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাবান্ধা স্থলবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন বর্বর ঘটনা স্থানীয়দের উদ্বিগ্ন করে তুলেছে। দায়ীদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Share This