মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে হিলিতে চিত্রা অঙ্কন ও রচনা প্রতিযোগিতা

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতা তদারকি করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. মোনতাসির মামুন, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক টুকু, চিত্রা অঙ্কন বিদ্যালয়ের শিক্ষক মো. এনামুল হক সহ অনেকে। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিশু ও কিশোরদের মাঝে আগামী কাল পহেলা বৈশাখের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

Share This