শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবার অধিকার আদায় শ্রমিক দিবসে রাস্তায় ছেলে

নবাবগঞ্জ প্রতিনিধি 

দিনাজপুরের নবাবগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ও লালঘাট গ্রামের ভুট্টু মিয়ার ছেলে রবিউল কে তার বাবা অধিকার আদায়ের জন্য লাল ফেলাক হাতে নিয়ে রাজপথে দেখা যায়।

শিক্ষার্থী রবিউল আওয়াল বলেন বাবা সকালে কাজে যায় রাতে আসে ছোট থেকে দেখি। কাজ করে যাচ্ছে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, বাবার কষ্ট দেখে আজকে র‌্যালিতে আসা। সে আরো বলে বড় হয়ে একজন আদর্শ মানুষ হয়ে দেশের জন্য দেশের শ্রমিকের জন্য কাজ করতে চান।

বৃহস্পতিবার (১মে) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা সর্বস্তরের শ্রমিক সংগঠনের আয়োজনে নবাবগঞ্জ ডাকবাংলা থেকে শ্রমিক দিবসের র‌্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ডাকবাংলা চত্বরে শেষ হয় ।

পরে নবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সায়েম রিপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক,২নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, নবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম,যুবদলের সদস্য সচিব মশিউদ-দৌলা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রাজু সহ অনেকেই বক্তব্য দেন।

সভায় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন আলোচনা করেন ।

Share This