পঞ্চগড় প্রতিনিধি
আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট মির্জা আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বারী, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট ইয়াসিনুল ইসলাম দুলালসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৭ সালে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করা হলেও এখনো স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠিত হয়নি। ফলে বিচারকদের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপ অব্যাহত রয়েছে, যা বিচারিক স্বাধীনতার পরিপন্থী।
তারা আরও অভিযোগ করেন, অতীতে জামিন মঞ্জুর করার মতো সিদ্ধান্তেও বিচারকদের ওপর সচিবালয় থেকে চাপ প্রয়োগের নজির রয়েছে। অনেক বিচারক নিজেরাও স্বীকার করেছেন যে মামলার শুনানিতে তারা সচিবালয়ের চাপ অনুভব করেন, যা স্বাধীন ও সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
বিচার বিভাগকে প্রকৃত অর্থে স্বাধীন করতে হলে প্রশাসন থেকে এর পূর্ণাঙ্গ বিচ্ছিন্নতা এবং স্বতন্ত্র সচিবালয় গঠন এখন সময়ের দাবি এমনটাই বলছেন পঞ্চগড়ের আইনজীবীরা।