বিজয় দিবস উপলক্ষে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কেরাত, ইসলামী সঙ্গীত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, ফুলবাড়ী ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মতিউর রহমান মুকুল, সিদ্দিকিয়া হোমিও হল এর স্বত্বাধিকারী ডা. মো. সোলাইমান মন্ডল, সাবেক ছাত্রনেতা মো. বেলাল উদ্দিন ডেভিট, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মো. জুলফিকার আলী।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. আল আমিন বিন আমজাদ জানান, আমরা বাচ্চাদের মেধাবিকাশে মাঝে মাঝে এই ধরনের আয়োজন করে থাকি। বিশেষ দিনগুলোতে আমরা সব সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের আয়োজন করে থাকি। আজকে বিজয় দিবসে কোরআন খতম করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
