বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি টাকা নিয়ে শিক্ষক নিয়োগ ও অনুদানের টাকা আত্মসাৎ এর অভিযোগে করেছে এলাকাবাসী বিএনপির নেতাকর্মীরা।
আজ রোববার সকাল ১১ টায় ৭নং বিজয় স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান ফ্যাসিস্ট সরকারের অনুসারী। তারা গত ১৫ বছরে এই স্কুলও কলেজটিকে আওয়ামী অফিসে পরিণত করেছিল। তাদের দুর্নীতি ধরা পড়লেও কেউ মুখ খুলে কথা বলতে পারতো না। তারা গত ১৫ বছরে নিয়োগ বাণিজ্য করে কয়েক কোটি টাকা কামিয়েছেন। বক্তারা আরো অভিযোগ করে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান বিজোড়া ইউনিয়নের না হয়েও নিজের প্রভাব খাটিয়ে তিনি এই স্কুলের সভাপতি হয়েছেন। এদিকে অধ্যক্ষ মোস্তফা কামাল বকুলের বিরুদ্ধে দুটি মামলা থাকলেও প্রশাসন তাকে গ্রেফতার না করায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয় হয়।
ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বিরল থানা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, ৭ নং হিজড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন, খাদিমুল হক,আনোয়ার হোসেন, ফয়জুর রহমান প্রমুখ।