সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলের জীবনমহলে ভ্রাম্যমান আদালত; জেলসহ লাখ টাকা জরিমানা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরল থানাধীন কাঞ্চনমোড়ে অবস্থিত জীবনমহল এর হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ম্যানেজার ও সহকারী ম্যানেজারসহ ৭ জনকে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

অশ্লীল কর্মকান্ডে লিপ্ত ৪ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ১ মাস কারাদণ্ডসহ ম্যানেজারকে ২০ দিন ও সহকারীকে ১৫ দিন কারাদন্ড এবং মোট ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া নিবন্ধন ব্যতীত হোটেল পরিচালনার অপরাধে হোয়াইট হাউজ হোটেল কর্তৃপক্ষকে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতকাল শনিবার রাতে এ দন্ডাদেশ প্রদান করেন।

Share This