সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া পল্লী উন্নয়ন ক্লাবের উদ্যোগে আজ শনিবার বিকেলে রাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পূণর্ভবা সীডস্ কোম্পানী ও গুড়পুকুর কর্পোরেশন এর যৌথ সহযোগিতায় ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় কাহারোলের সুকানদিঘী ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট দলকে পরাজিত করে।
আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা এম এ রাসেল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপি’র সদস্য ও বিরল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, বিরল পৌর বিএনপি’র সহ-সভাপতি ইস্কান্দার হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মেম্বারসহ রাজুরিয়া পল্লী উন্নয়ন ক্লাবের নেতৃবৃন্দ।

Share This