বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, আনসার ও ভিডিপি তাহেরা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা,ইউপি চেয়ারম্যান যথাক্রমে হুমায়ুন কবীর বাদশা, আ. রাজ্জাক মন্ডল, আবুল কালাম ও আব্দুল মালেক মন্ডল, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম প্রমুখ।