বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মে’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, বিএম কলেজের অধ্যক্ষদ্বয় রেজাউল করিম সেলিম ও জিয়াউল করিম, সরকারী বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।