বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর থানা পুলিশ এক আন্তঃজেলা মোটরসাইকেল চোরকে চোরাই মোটর সাইকেলসহ আটক করে আজ রবিবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফসিউদ্দিনের বাড়ি থেকে সুজুকি ১৫০ সিসি একটি মোটর সাইকেল শনিবার সকালে চুরি হয়। ঐ মোটরসাইকেল চোরকে ধরার জন্য বিরামপুর উপজেলার হাবিবপুর বাজারে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
ঘটনাক্রমে ঐরাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি মোটরসাইকেলসহ হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সানজিদ রহমান মাসুমকে (৩০) আটক করেন। আটক মাসুমের নামে ইতিপূর্বে ঢাকার বনানী থানাতেও চুরির মামলা হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটক মোটরসাইকেল চোরকে রবিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।