বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিনাজপুরের বিরামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুস সালামের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার পাপিয়া নাছরিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাহমুদুল হক মানিক, দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক,পলিপ্রয়াগপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, হাবিবুর রহমান, ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মো. শিরন আলম প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের বিশেষ অবদানের কথা গর্বের সঙ্গে স্মরণ এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়া আগামীতে বিরামপুর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার শহিদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা তৈরি করে দাপ্তরিকভাবে প্রকাশ করার আহ্বান জানানো হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক শাহারিয়ার পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শুভ্র মণ্ডল, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, বিনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা সহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।