বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
আজ সোমবার বেলা ১২টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাএা বের হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা আনসার ভিডিপি তাহেরা খাতুন,উপজেলা আইসিটি প্রোগ্রামার পাপিয়া নাসরিন,থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী,উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী,কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মণ্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাদশা আলমগীর নাজ্জাসী,জয়িতা শম্পা রানী কুণ্ডু, রেবেকা সুলতানা রুমি প্রমূখ। পরে কনফারেন্স রুমে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।