শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশিষ্ট কলামিষ্ট-গবেষক জোবায়ের আলী জুয়েলকে সম্মাননা


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সাহিত্য অঙ্গনে জনপ্রিয় কলামিষ্ট, গবেষক ও ইতিহাসবিদ জোবায়ের আলী জুয়েলকে সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়েছে।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রাক্তন শিক্ষার্থীদের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পুনর্মিলন-২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য মো. জোবায়ের আলী জুয়েলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম বলেন, যারা স্বাধীন মুক্ত ভাবে সাহিত্য চর্চায় সমাজ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নিবেদিত প্রাণ হিসেবে সৃজনশীল চর্চা করে যাচ্ছেন তাদের মূল্যায়ণ করা প্রয়োজন। এসময় ফাউন্ডেশনের সভাপতি একেএম মেহেরুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু ও বাংলা স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামসহ প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. জোবায়ের আলী জুয়েল দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা, নাট্য অভিনেতা, নাট্যকার, গবেষনামূলক কলাম প্রকাশ, বাংলাদেশ বেতারে সংবাদ পাঠক, কথিকাপাঠক হিসেবে পরিচিতি লাভ করছেন। বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ১২টি পত্রিকায় কোনো না কোনো দিন তার লিখা উপ সম্পাদকীয় প্রকাশ হয়ে থাকে। তিনি ইতিপূর্বে দৈনিক যুগের আলো সাহিত্য পুরষ্কার, কবি জসিম উদ্দীন পদক, আর্ন্তজাতিক মানবাধিকার সম্মাননা, চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড, স্বর্গীয় মোহন কুমার দাস স্মৃতি সম্মাননা স্মারক, নবরূপীর সম্মাননা সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান থেকে স্থানীয় এবং জাতীয় সম্মাননা পেয়ে আসছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা।

Share This