বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম. এ জব্বারের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ, দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান, সমসাময়িক বিষয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম. এ জব্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
গতকাল শনিবার দুপুরে রাজধানী ঢাকার স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার দুপুর ২টায় দিনাজপুর ইন্সটিটিউট মাঠে প্রথম নামাজে জানাযা ও বিকাল ৪টায় মরহুমের গ্রামের বাড়ি বিরল উপজেলার সাবইল গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। দুপুরে ইন্সটিটিউট মাঠে জানাযা নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নূর ই আলম সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দীনসহ পুলিশ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মরহুম প্রফেসর এম. এ জব্বারের নামাজে জানাযায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেছেন। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। মরহুমের নিকটতম প্রতিবেশী ও বিএনপি নেতা শাহীন খানের সঞ্চালনায় এতে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছেলে ফিরোজ আহমেদ সেতু। তীব্র রোদের কারণে আর কেউ বক্তব্য দেননি। তবে মরহুমের ছেলে ফিরোজ আহমেদ সেতু বক্তব্য প্রদানের জন্যদিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এবং জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চল টীম সদস্য ও সাবেক জেলা আমীর আফতাব উদ্দীন মোল্লাকে সামনেপ্রস্তুত করে রেখেছিলেন।
পরে বিরল উপজেলার সাবইল গ্রামে জানাযা ও দাফন কার্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম আফজালুল আনাম, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, ইঞ্জিনিয়ার শাহরিয়ার আখতার ডন প্রমূখ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নিজ পিতা-মাতা ও ভাইয়ের পাশে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।জানাযা ও দাফন কার্যে মরহুমের প্রাক্তন সহকর্মী, আত্মীয়-স্বজন, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীবৃন্দ অংশগ্রহণ করেন এবং পৃথক পৃথক বার্তায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুম প্রফেসর এম.এ জব্বার নিয়মিত সাহিত্য চর্চা করতেন। তিনি একাধিক বই লিখেছেন। তার লিখা বইয়ের মধ্যে সখিনার মুক্তিযুদ্ধ, ইসলামের জ্ঞান ভান্ডার, ইহকাল ও পরকালের শান্তি উল্লেখযোগ্য। তিনি দিনাজপুর জেলা জিয়া পরিষদের সদস্য, দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের উপদেষ্টা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এমন সাদা মনের মানুষের বিদায়ে দিনাজপুরের মানুষ শোকাহত।