
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ঝড়–বৃষ্টি কিংবা দুর্যোগ কোনো কিছুই থামাতে পারেনি তাঁর মানবিক পথচলা। মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছাই তাঁকে পৌঁছে দিয়েছে সম্মানের শিখরে। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ রোভার” হিসেবে নির্বাচিত হয়েছেন রোভার জাহিদুল ইসলাম। একই সাথে তিনি গ্রুপ-ঘ কলেজ পর্যায়ে কেরাত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়ী।
তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘোড়াবান্দ হাজিপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন ও মোছা. জমিলা খাতুনের সন্তান জাহিদুল ইসলাম।
২০১৯ সালে পূর্ব মল্লিকপুর এইচ.এস কলেজে রোভার স্কাউট গ্রুপে সহচর হিসেবে তাঁর স্কাউটিং যাত্রা শুরু হয়। কয়েক বছর ধরে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পর বীরগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়ে কলেজ রোভার স্কাউট গ্রুপে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পান তিনি।
বীরগঞ্জ সরকারি কলেজে রোভার মেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে একে একে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পরিষ্কার পরিছন্নতা অভিযান নানা রকম মানবিক কাজে সহায়তা করেন। এই ধারাবাহিক সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ২০২০ সালে তিনি ন্যাশনাল সার্ভিস অর্জন করেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে রোভার জাহিদুল ইসলাম বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। রোভার স্কাউটিংয়ের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।
এ বিষয়ে বীরগঞ্জ সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার আল মামুন বলেন, জাহিদুল ইসলামের এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি মানবিক মূল্যবোধে বিশ্বাসী তরুণ সমাজের প্রতিচ্ছবি। তাঁর পথচলা নতুন প্রজন্মকে সমাজসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি। আমি তাঁর উজ্জ্বল ও সাফল্যময় জীবন কামনা করি।