বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়ক এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে সোস্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জের সোস্যাল মোটিভেশন সার্ভিস এর নির্বাহী পরিচালক দীপংকর বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জমিল উদ্দীন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মো. তাহের, সিংড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল, সোস্যাল মোটিভেশন সার্ভিস প্রকল্প ম্যানেজার মো. দেলওয়ার হোসেনসহ আরও অনেকে।
এসময় বক্তাগণ বলেন, সোস্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস) বীরগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা, মাদকাসক্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার সহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে উপযুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, ফলে সমাজ জীবনে সকল প্রকার অসংগতি দূর হচ্ছে। আপনাদের এই সামাজিক মানবিক কাজ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি। বাল্যবিবাহর কারণে পরিবারে ও সমাজে নেতিবাচক ঘটনা ঘটছে। বিদ্যালয় থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী।