বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষনার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমা'র নামাজ শেষে খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ-এর আমির হযরত মাওলানা মুফতি নুর হুসাইন নুরানী'র নেতৃত্বে গোলাপগঞ্জহাট বাজার জামে মসজিদ থেকে মুসল্লীদের একটি বিশাল মোটরসাইকেল বহর চকদফর, কুতুলপুর, চৌদ্দহাতকালি হয়ে আবারও গোলাপগঞ্জ এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের কারা নির্যাতিত আমির হযরত মাওলানা মুফতি নুর হুসাইন নুরানী বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, অতিসত্বর আহমেদিয়া জামায়াত তথা মুসলিম নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন।
তিনি আরও হুশিয়ারী দিয়ে বলেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গ্রামীন সড়কে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লী বিক্ষোভ ও সমাবেশ অংশ নেন।