সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে জামায়াতের নেতার জানাজায় অসংখ্য মানুষের ঢল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে মরহুম মাওলানা খোদা বখস এর জানাজায় বিভিন্ন মানুষের ঢল নেমেছে। জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং জামায়াত কর্তৃক ঘোষিত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী, শীতলাই আলিম মাদ্রাসার প্রভাষক মরহুম মাওলানা খোদা বাক্স এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করা হয়। তিনি দিনাজপুর সদর সরকারি কলেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়। রবিবার দুপুর ৩টার দিকে রংপুর ডক্টরস হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া স্কুল এন্ড কলেজ মাঠে জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে এই রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা জানান। মৃতকালে তার বয়স হয়েছিল ৫২ বছর । তার ১ স্ত্রী ১ ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
জানাজায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহাবুবুর রহমান বেলাল, মাওলানা মো. মনতাজ, কেন্দ্রীয় ইউনিক সদস্য ও সাবেক চিনিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক জেলা আমির মাওলানা আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুরের জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারীর জেলা আমির, বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম কাওসার প্রমুখ ।
এছাড়াও বীরগঞ্জ, কাহারোল, খানসামা ও আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আলেম ওলামা, সমাজ সেবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাওলানা খোদা বাক্সর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, ও বিশিষ্ট জনেরা গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share This