বীরগঞ্জে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে শুরু হলো তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন মহানাম যজ্ঞানুষ্ঠান। বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বলাকা মোড় কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারো বিশ্ব শান্তি কল্পে কলিযুগে জীবের মুক্তি কামনা ও ‘উৎসবে সম্প্রীতিতে আমরা’ প্রতিপাদ্যে শুরু হয় ২৮তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন।
একটানা চারদিন ব্যাপী এ যজ্ঞানুষ্ঠান গতকাল মঙ্গলবার সূর্যোদ্বয়ের প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম, সকালে নগর কীর্তন, ১০টায় পদাবলী কীর্তন মধ্যাহ্ন ভোগ আরতি, প্রসাদ বিতরণ ও ভক্তসেবার মধ্যদিয়ে শেষ হবে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান।
একটানা তিনদিন ভগবানের নামকীর্তন, মঙ্গল ও বুধবার, বৃহস্পতিবার হরিনাম সং কীর্তন, শুক্রবারনঅষ্টকালীল নীলা কীর্তন। এবারে মহানাম যজ্ঞানুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে ভগবানের নামকীর্তন পরিবেশন করবেন ৬টি সম্প্রদায়। তাদের মধ্যে অধিবাসের আরতির মধ্যদিয়ে মহানামকীর্তন শুরু করেন গোপালগঞ্জ শ্রীশ্রী দীপুশ্রী সম্প্রদায় (মহিলা)।
মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি ভাবেশ রায় ও সাধারণ সম্পাদক তুষার সাহা বলেন, দল-মত-ধর্ম নির্বিশেষে যজ্ঞানুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। নীল রতন সাহা নিপু বলেন, অন্যবারের মতো এবারো যাতে সকল ভক্তবৃন্দ সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে, সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে বিশেষভাবে সচেতন করে দেওয়া হয়েছে। এছাড়া যজ্ঞানুষ্ঠান স্থলে পূর্ণার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা রেখেছি।
এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হবে।
এই মহানাম যজ্ঞনুষ্ঠানকে কেন্দ্র করে বীরগঞ্জ উপজেলার আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে, মহানাম যজ্ঞানুষ্ঠানে সকল ভক্ত ও শুভাকাঙ্খিকে আমন্ত্রণ জানানো হয়েছে।