সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা স্কাউটস এর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি তানভীর আহমেদ। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা স্কাউটস এর কমিশনার ইসমত আরা, সহ সভাপতি আব্দুল কাদের ও সম্পাদক ইয়াকুব আলী সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মো. মতিউল ইসলাম।

Share This